সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের জামিনের তীব্র প্রতিবাদ জানিয়ে ময়নাতে বিক্ষোভ মিছিল SUCI(C)র।


 আর জি কর কান্ডে তথ্যপ্রমাণ লোপিটের অভিযোগ থাকা সত্ত্বেও সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলদের বিরুদ্ধে যথাযথ চার্জশিট না দেওয়া এবং অভয়ার ন্যায় বিচার পাওয়ায় প্রতিবন্ধকতা তৈরিতে কেন্দ্র ও রাজ্য সরকারের যোগসাজশের প্রতিবাদে আজ ময়নাতে বিক্ষোভ মিছিল করে এস ইউ সি আই (কমিউনিস্ট) দল। ময়না বাইপাস থেকে মল্লিক মোড় পর্যন্ত এই মিছিল সংঘটিত হয়। প্রসঙ্গত দলের পক্ষ থেকে সিজিও কমপ্লেক্স ও রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। ময়নাতে আজ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মদন সামন্ত, সুব্রত বাগ, নারায়ণ খাঁড়া, সমীরণ প্রামানিক, সিদ্ধার্থ শংকর রায় প্রমুখ। দলের পক্ষ থেকে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভয়ার ন্যায় বিচারের দাবি জানানো হয়।