মাছ বিক্রি করতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২৩ বছরের যুবকের।
ঘটনাটি ঘটেছে আজ সকাল প্রায় 8 টা 30 মিনিট নাগাদ। বলাইপণ্ডা ময়না সড়ক রাস্তায় নতুন পুকুর এলাকায় এই পথ দুর্ঘটনা ঘটে। জানা যায় ময়নার বলাইপন্ডার দিক থেকে একটি বাস তমলুকের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে বাইক আরোহী মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকাবাসীরা তৎক্ষণাৎ বাইক চালককে তুলে নিয়ে গড় ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করে। জানা যায় ওই বাইক চালকের নাম অভিষেক মাজী, বাড়ি ময়না থানার পরমানন্দপুর গ্রামে। বয়স আনুমানিক ২৩-২৪ বছর। বাবার নাম অজিত মাজী। বাড়ি সূত্রে জানা গিয়েছে অভিষেক ভেনামি মাছের ব্যবসা করতো। সেই কারণেই প্রত্যেক দিন রাত্রি প্রায় 1টা নাগাত বাড়ি থেকে বেরিয়ে আসতো এবং সকাল ন'টার মধ্যে বাড়ি ফিরে আসত। প্রত্যেক দিনের মতো আজও সে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
0 Comments