পুরষাঘাটে কংসাবতী নদীর উপর কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে জেলা শাসকের নিকট বিক্ষোভ ও ডেপুটেশন।

 পুরষাঘাটে কংসাবতী নদীর উপর কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে জেলা শাসকের নিকট বিক্ষোভ ও ডেপুটেশন।



ময়না ও নন্দকুমার ব্লকের সংযোগকারী পুরষাঘাটে কংসাবতী নদীর উপর কোন ব্রিজ না থাকায় এলাকার মানুষ বছরের পর বছর ভোগান্তির শিকার হচ্ছেন।

নদীর দুই পারের হাজার হাজার মানুষকে প্রতিদিন বেসরকারি ইজারাদারকে প্রচুর টাকা দিয়ে বাঁশের সেতু দিয়ে পেরোতে হয়। অতি বর্ষণের কারণে দিন দশেক আগে সেই বাঁশের সেতু ভেঙ্গে গিয়েছে। বেশ কিছুদিন নৌকা পারাপারও বন্ধ রাখা হয়েছিল। ময়নার দক্ষিণ প্রান্তের মানুষজনকে শ্রীরামপুর ব্রিজ হয়ে ঘুরে আসতে হচ্ছে । এপারের নন্দকুমার ব্লকের লোকজন ওদিকে যাওয়ার ক্ষেত্রে চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়েছেন। তাছাড়া জেলাশাসক অফিস, জেলা হাসপাতাল, হলদিয়া, কাঁথি যাওয়ার ক্ষেত্রে এই ব্রিজ এলাকায় মানুষের ক্ষেত্রে খুবই প্রয়োজন।
আজ জেলাশাসকের নিকট ৮ শতাধিক মানুষের উপস্থিতিতে কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে গণ ডেপুটেশন ও বিক্ষোভ সংগঠিত হয়। সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদেও ডেপুটেশন হয়।


বিক্ষোভকারীরা জানান ২০১৯ সাল থেকে আমরা দাবি জানিয়ে আসছি। দলমত নির্বিশেষে নদীর দুই পারের নন্দকুমার ও ময়না ব্লকের মানুষ আমরা "নাগরিক কমিটি" গড়ে তুলে প্রশাসনের সর্বস্তরে বারবার দাবিপত্র পেশ করেছি। এবার আমরা লাগাতার অবস্থান সহ আরো বৃহত্তর কর্মসূচি নেব। এলাকার মানুষ আরো তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।

সমগ্র কর্মসূচিতে নেতৃত্ব দেন বিধানচন্দ্র কুণ্ডু, বাসুদেব দাস, শেখর ধল, রঞ্জন জানা প্রমূখ।






Post a Comment

0 Comments