মহামানব বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা।

২৯ শে জুলাই মহান মানবপ্রেমিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ১৩৫ তম প্রয়াণ দিবস। পূর্ব মেদিনীপুর জেলার গেটওয়ে মেচেদায় অবস্থিত বিদ্যাসাগর গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রে সকালে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করা হয়। বিকেল সাড়ে চারটায় আলোচনাসভা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রন্থাগার অনুরাগী সমিতির সভাপতি গণেন রায়। "শিক্ষা বিস্তারে বিদ্যাসাগর মহাশয়ের চিন্তা ও ভূমিকা এবং বর্তমান শিক্ষাব্যবস্থার উপর আলোচনা করেন প্রধান ডঃ লক্ষীকান্ত প্রামানিক। "ধর্মীয় গোড়ামী ও কুসংস্কার বিষয়ে বিদ্যাসাগর ও বর্তমান প্রেক্ষাপটের উপর আলোচনা করেন প্রাক্তন আবহাওয়াবিদ অশোক হাজরা। "সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় বিদ্যাসাগরের অবদান ও বর্তমান সমাজে নারীর অবস্থা' নিয়ে আলোচনা করেন পূর্ণেন্দু বিকাশ পাত্র। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আলোচনা সভায় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমগ্র সভাটি পরিচালনা করেন ডাঃ কালি শংকর পাত্র। সকালে মেচেদা কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করা হয়। একইভাবে ভোগপুর,চাঁইপুর,তমলুক,মহিষাদল,কোলাঘাট সহ জেলার বিভিন্ন স্থানে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করা হয়।
0 Comments