চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান
প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ (পঃবঃ) পরিচালিত ২০২৪ বর্ষের চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা শেষ হল আজ। শেষ দিনে ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শেষদিনে ময়না বিবেকানন্দ বিদ্যামন্দির (চংরা হাইস্কুল) সেন্টারে আজ পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান করা হয় বিদ্যাসাগর স্মৃতি সংঘ, চংরা এর পক্ষ থেকে। পরীক্ষার্থীদের উৎসাহ দিতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং টিফিন বিতরণ করা হয়। ক্লাবের সদস্য সহ উপস্থিত ছিলেন সেন্টার ইনচার্জ প্রাক্তন শিক্ষক গৌরিন দাস গজেন্দ্র মহাপাত্র, শিক্ষক সৌম্য মালাকার, শিক্ষক সিদ্ধার্থ শংকর রায়, জয়দেব গাঁতাইত সহ সেন্টার পরিচালন কমিটির সদস্যরা। সিদ্ধার্থ শংকর রায় বলেন ১৯৯২ সাল থেকে দীর্ঘ ৩৩ বছর ধরে এই পরীক্ষা ব্যবস্থা চলছে। পাশফেল প্রথা ফিরিয়ে আনার দাবিতে এ রাজ্যের লক্ষ লক্ষ অভিভাবক, শিক্ষক ও শিক্ষানুরাগী দের সহযোগিতায় আন্দোলনের অংশ হিসেবে এই পরীক্ষা পরিচালিত হয়। ময়নার মোট ১২ টি সেন্টারে প্রায় ১৩০০ ছাত্রছাত্রী এবছর পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ক্লাব সভাপতি রবীন্দ্রনাথ দাস বলেন প্রতি বছরই ক্লাবের উদ্যোগে পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান করা হয়। এবারেও হয়েছে এবং আগামী দিনেও চলবে।
0 Comments