** শব্দবাজি প্রতিদিন ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
শব্দবাজি দেখি মোরা
ছট দিপাবলীতেও
যখন তখন ফাটে ভাই
ওলি থেকে গলিতেও ।
কেউ ফাটায় খেলায় জিতে
কেউ ভোটে জিতে
গন্ডগোলের সময় কেউ
ভোলেনি হাতে নিতে।
কেউ আবার করে মানত
শব্দবাজি দিয়ে
বর কনে এলেও কেউ
ফাটায় দ্রুত গিয়ে।
কেউ ফাটায় মুখে ভাতে
কেউ জন্মদিনে
আসল কথা শব্দবাজি
চলে প্রতিদিনে।
শব্দবাজি চলে ভাই
উৎসব অনুষ্ঠানে
দূষণ নিয়ে করলে সজাগ
কেউ কি আর মানে?
এসো মোরা শপথ করি
কিনব না তো বাজি
জীবনহানি সম্পদহানি
বন্ধ করি আজই।
2 Comments
Good
ReplyDeleteNice
ReplyDelete