হলদিয়া সংবাদপত্রের পুজো সংখ্যার "বিজয়া" ১১তম খন্ডের বইটির "প্রচ্ছদ"উদ্বোধনে উপস্থিত ছিলেন ওয়েষ্ট লন্ডনের প্রাক্তন মেয়র লেখক ও দার্শনিক টিম বাওয়েলস।

 হলদিয়া সংবাদপত্রের পুজো সংখ্যার "বিজয়া" ১১তম খন্ডের বইটির "প্রচ্ছদ"উদ্বোধনে উপস্থিত ছিলেন ওয়েষ্ট লন্ডনের প্রাক্তন মেয়র লেখক ও দার্শনিক টিম বাওয়েলস। 


হলদিয়া সংবাদপত্রের ২০২৪ এর  পুজোর সংকলন "বিজয়া" বইটির ১১ তম খন্ডের প্রচ্ছদ প্রকাশিত হয়।  বিজয়ার রঙিন প্রচ্ছদে ফুটে উঠেছে দেবীর বিসর্জনের ছবি। বাঙালির শ্রেষ্ঠ পুজোর দুর্গাপুজোর পরে ও দীপান্বিতা কালীপুজোর প্রাক্কালে এদিন পাঁউশি অন্ত্যোদ্বয় অনাথ আশ্রমের  মনোরম পরিবেশে বিজয়ার প্রচ্ছদ প্রকাশের শুভ উদ্বোধন অনুষ্ঠান । বিজয়ার প্রচ্ছদটি উদ্বোধন করেন ওয়েষ্ট লন্ডনের প্রাক্তন মেয়র তথা লেখক ও দার্শনিক টিন বাওয়েলস ও অন্যান্য কবি সাহিত্যিক সাংবাদিক শিক্ষাবিদগণ। সকলের মাঝে এক বিদেশি লেখক ও দার্শনিক অনুষ্ঠানের আকর্ষণ বাড়িয়ে তুলেছে। সকলেই বিজয়ার পরিবার হয়ে এক চিত্তাকর্ষক অনুষ্ঠান হয় উঠুক সর্বাঙ্গীন রঙিন। বিজয়ার প্রচ্ছদ উদ্বোধন অনুষ্ঠানে কবিতা আবৃত্তি , গান, নিত্য, অতিথিদের বিশেষ কথা, সকলের মনকে মুগ্ধ করবে।

 পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ভগবানপুর ২ ব্লকের পাঁউশি অন্ত্যোদ্বয় অনাথ আশ্রমে বিজয়ার প্রচ্ছদ উদ্বোধন অনুষ্ঠানে আশ্রমের কর্ণধার বলরাম করন বলেন, হলদিয়া সংবাদপত্রের সাহিত্য বাসর আরও  আশ্রমের প্রাণ উজ্জ্বল করলো। উত্তরীয়, চন্দন,ব্যাচ পরিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হচ্ছে । এরপর একের পর এক অতিথিদের বরণ করে নেওয়া হয় । ওয়েষ্ট লন্ডনের প্রাক্তন মেয়র, লেখক ও দার্শনিক টিন বাওয়েলস বলেন , পশ্চিমবঙ্গের অঞ্চলের মানুষের জন্য কিছু করতে চাই । এখানে একটি সাংস্কৃতিক চক্রের সাথে সাহিত্য বাসরে যুক্ত হয়ে নিজেকে ধন্য মনে করছি।  হলদিয়ার সংবাদপত্রের বিজয়ার স্মারক তুলে দেওয়া হয় অতিথিদের । অনুষ্ঠানে আগত কবি সাহিত্যিক সাংবাদিক শিক্ষাবিদ সকলে হলদিয়া সংবাদপত্রের বিজয়ার প্রচ্ছদ উন্মোচন করলেন। বিজয়ার প্রচ্ছদ উদ্বোধন অনুষ্ঠানে সংগীত পরিবেশন , নৃত্য পরিবেশন পরিবেশন করে আশ্রমের আবাসিকরা।

Post a Comment

0 Comments