নিষিদ্ধ বাজির বিরুদ্ধে জেলা জুড়ে অভিযান।

 নিষিদ্ধ বাজির বিরুদ্ধে জেলা জুড়ে অভিযান।


সামনেই কালীপুজো। সঙ্গে দীপাবলীর উৎসব । অর্থাৎ বাজী আর আলোর উৎসব। তাই দীপাবলীর উৎসবে জেলা জুড়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি তৈরি চলছে।  গত কয়েকদিনে ধরে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রায়  2200 কেজিরও বেশি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। বাজি তৈরিতে  ব্যবহৃত মসলা বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় সাড়ে 300 কেজি। নিষিদ্ধ বাজি তৈরি এবং বিক্রির ঘটনায় জড়িত থাকার জন্য গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে। এমনই প্রশাসনিক সূত্রে খবর।




Post a Comment

0 Comments