ঝড়ের সময় থাকলে পড়ে বিদ্যুৎবাহী তার কোনভাবেই সেখান দিয়ে করো না পারাপার । ঝোলা তারে দেবো না হাত দেবো না খোলা তারে বিদ্যুৎবাহী তারের নিচে বাড়ি মোটেই না রে। মাছের ভেড়ি চাষের জমি ঘিরবো না তো তারে জীবনহানী হঠাৎ হঠাৎ হলেও হতে পারে! হুকিং করে কক্ষনো ভাই জ্বালিও না বাতি জলমগ্ন স্যুইচে হাত হয় প্রাণঘাতী । বিদ্যুৎ বিধি চলব মেনে ডাকবো না বিপদ ঘরে চোখ কান রাখলে খোলা থাকবো কেন ডরে?
2 Comments
শুভেচ্ছা রইল
ReplyDeleteNice
ReplyDelete