দক্ষিণ ময়না হাই স্কুলের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মির্জানগর
ময়না ব্লকের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় স্কুল হল দক্ষিণ ময়না হাই স্কুল। শিক্ষা এবং সংস্কৃতিতে অনন্য এই শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমান বৎসরে বিদ্যালয়ের স্বর্ণালী শতবর্ষ উদযাপন অনুষ্ঠান চলছে। সেই উপলক্ষে ময়নার বিভিন্ন স্কুলের টিম গুলোকে নিয়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল । এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল। ফাইনালে আয়োজক দক্ষিণ ময়না হাই স্কুল এবং মির্জানগর এ জে এস বিদ্যাপীঠ মুখোমুখি হয়। খুব টানটান উত্তেজনা পূর্ণ ম্যাচে মির্জানগর এ জে এস বিদ্যাপীঠ জয় লাভ করে। রানার্স হয় দক্ষিণ ময়না হাই স্কুল । দুই স্কুলের ছাত্রদের ফুটবলের জাদু দেখার জন্য ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
0 Comments