ময়নার বলাইপন্ডায় নবনির্মিত শিশু উদ্যানের শুভ উদ্বোধন

 ময়নার বলাইপন্ডায় নবনির্মিত শিশু উদ্যানের শুভ উদ্বোধন



অনেক দিনের প্রতীক্ষা। অবশেষে শারদীয়ার প্রাক্কালে এই বলাইপণ্ডায় নবনির্মিত শিশু উদ্যানের শুভ উদ্বোধন হল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃণাল কান্তি সামন্ত। এই শিশু উদ্যানের ব্যবস্থাপনায় পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েত। ফিতে কেটে এবং ফলকের আবরণ সরিয়ে এই শিশু উদ্যানের শুভ উদ্বোধন করলেন প্রধান মৃণাল কান্তি সামন্ত। এছাড়া এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক, ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা, এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য সুব্রত মালাকার, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব সন্দীপ সামন্ত,  পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক শম্ভুনাথ পতি সহ এলাকার সমস্ত গ্রাম পঞ্চায়েত সদস্য, সদস্যা  এবং সরকারি কর্মচারীবৃন্দ। বহুদিন ধরে ময়নার বলাইপণ্ডা এলাকায় একটি শিশু উদ্যানের তৈরির প্রচেষ্টা চালিয়েছিল এলাকার বুদ্ধিজীবী সহ সমস্ত মানুষজন। অবশেষে পারমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় সেই উদ্যোগ বাস্তবায়িত হল।

উদ্বোধক তথা পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃণাল কান্তি সামন্ত জানান ময়নার বলাইপন্ডা এলাকা এমনই জনবহুল এলাকা,যেখানে বয়স্ক কিংবা শিশুদের জন্য সময় কাটানোর একটা জায়গার প্রয়োজন ছিল। এই এলাকায় সেরকম কোনো জায়গা ছিল না। এখন যে জায়গাটায় এই শিশু উদ্যান তৈরি হয়েছে তা পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের সংরক্ষিত জায়গা ছিল। এলাকার বহু ব্যবসাদাররা বিভিন্ন সময়ে এই জায়গা অধিগ্রহণ  করতে চেয়েছিল কিন্তু এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের তৎপরতা এবং চেষ্টায় অবশেষে এই জায়গায় এই শিশু উদ্যান নির্মাণ হল। 


উদ্বোধক মৃণাল কান্তি সামন্ত আরও জানান ২০১১-১২ সালে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় বলাইপণ্ডা স্কুল মাঠের ভিতর একটি পার্ক নির্মাণ হয়েছিল।  যেহেতু ওই পার্কটি রাস্তা থেকে একটু দূরে সবার অগোচরে ছিল তাই, লক্ষ্য নজরের অভাবে পরবর্তীকালে এখানে আড্ডার সৃষ্টি হয়, তাই সেটা বন্ধ হয়ে যায়। কিন্তু বর্তমান তৈরি হওয়া এই পার্ক এলাকার মানুষের নজরে থাকবে বলে মনে করছেন প্রধান।












Post a Comment

0 Comments