ঘূর্ণিঝড় দানার প্রভাবে জেলা জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি, জলমগ্ন তমলুক শহর।

ঘূর্ণিঝড় দানার প্রভাবে জেলা জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি, জলমগ্ন তমলুক শহর।


ঘূর্ণিঝড় দানার প্রভাবে গতকাল রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে তাম্রলিপ্ত পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দেপাড়ায় রাস্তায় হাঁটু জল। আবার সেই জল কোন কোন বাড়ির মধ্যেও ঢুকে গেছে। দীর্ঘদিনের এই জল যন্ত্রণা থেকে মুক্তি চাইছে ওয়ার্ডবাসী। ভারী বৃষ্টিতে শহরের কিছু এলাকায় জল জমলেও আট নম্বর ওয়ার্ডের অবস্থা সব থেকে খারাপ। দীর্ঘদিন ধরেই অল্প একটু বৃষ্টি হলেই জল জমে যায় এই ওয়ার্ডে। তমলুক শহরের বেশ কয়েকটি ওয়ার্ডের জল এই ওয়ার্ড দিয়ে নিকাশি হয় এবং নিকাশি নালার মুখটি খুব ছোট হওয়ার ফলে এই সমস্যা দীর্ঘদিনের। 

এবারের বৃষ্টিতে শুধু হেঁটে চলাচল নয় গাড়ি নিয়ে যাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। বর্তমান কাউন্সিলর এলাকায় ড্রিমগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখায় বিগত গত কয়েক বছরের থেকে এই বছর বৃষ্টিতে কিছুটা জল কম জোনতে দেখা গিয়েছে এলাকায় এমনটাই জানান এলাকার বাসিন্দারা। বর্তমান সময়ে প্রযুক্তি যখন অনেকটা এগিয়ে তখনো তমলুকের আট নম্বর ওয়ার্ড পৌরসভা এই দীর্ঘদিন জল যন্ত্রণা থেকে এলাকাবাসীকে মুক্তি দিতে না পারায় লজ্জিত বোধ করছেন স্থানীয় কাউন্সিলার সৌমেন চক্রবর্তী।

Post a Comment

0 Comments