@@সবুর করো@@প্রবীর বারিক @@

 @@সবুর করো@@প্রবীর বারিক @@


ভাত রুচে না মুখে কারো
ছেলে মেয়ে কাঁদে
সবুজ সবজি উড়ছে আকাশ
মহাজনির ফাঁদে।


হিম ঘরেতে মজুত রেখে
দাম বাড়িয়ে দিল
আলু বেগুন পেঁয়াজ পটল
দশক ছাড়ায় কিলো।


গরিব চাষি ফসল ফলায়
দাম সে পায়না মোটে 
খাওয়ার বেলায় লবণ ছাড়া
আর কিছু নাই জোটে।


সবজি যেন সোনা চাঁদি 
ক্যারেটে হয় বিক্রি
অকর্মণ্য সরকারটা 
পাশ করে না ডিক্রি।


আর কটা দিন সবুর করিস
পুঁতেছি বীজ সবজি
তখন না হয় ভরপেট খাবি
ডুবিয়ে তোর কব্জি।



Post a Comment

0 Comments