প্রচার নয়, "বাংলা মোদের গর্ব" সরকারের উন্নয়ন মানুষের সামনে তুলে ধরা -মন্ত্রী বিপ্লব
তমলুক: পশ্চিমবঙ্গ সরকার ও জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দানে বাংলা মোদের গর্ব এর শুভ উদ্বোধন হয় রবিবার। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, অতিরিক্ত জেলাশাসক ( সাধারণ) সৌভিক ভট্টাচার্য, তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। প্রতিদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রদর্শনী প্রভৃতি সম্ভার তুলে ধরা হয়েছে।
রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর জানান," এই কর্মসূচি এতটা প্রচারের জন্য নয়। রাজ্য সরকার গত ১২ বছরে কি কি উন্নয়ন মূলক কাজ করেছে সেগুলিই সাধারণ মানুষের সামনে তুলে ধরা।বাংলার মা মাটি মানুষের সরকারের একের পর এক প্রকল্প সমাদৃত হয়েছে। সেই গুলোই আমরা তুলে ধরার চেস্টা করছি"।
0 Comments