পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের পুরোনো পুজো গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় পূজা হলো Chotobazar Sarbojonin DurgaPuja Samiti

 পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের পুরোনো পুজো গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় পূজা হলো Chotobazar Sarbojonin DurgaPuja Samiti


এই বছর এই পূজা কমিটি 82 তম বর্ষে পদার্পণ করলো। উদ্যোক্তারা পুজোর প্যান্ডেল এর থিম হিসেবে তুলে ধরেছেন Malaysia Twin tower। এই পূজা প্যান্ডেলের Virtually উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি ও প্যান্ডেল এর শেষ মুহূর্তের কাজ এখনও চলছে। তার মধ্যেই মানুষ জন আসছেন প্যান্ডেল দেখতে।

Chotobazar Sarbojonin DurgaPuja Samiti র Secretary Arun Choudhary বলেন, আমরা Malaysia Twin tower এর অনুকরণে এই প্যান্ডেল করেছি। কিন্তু এই পূজা প্যান্ডেল এর দুটি টাওয়ার আমরা দুজন মহাপুরুষের উদ্দেশ্যে উৎসর্গ করেছি। একজন রাজা রামমোহন রায় এবং অপরজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এনারা দুজন নারী শিক্ষা, নারী শক্তির প্রতীক। নারী দের ক্ষেত্রে বাংলা তথা সারা বিশ্ব কে এই মহাপুরুষ রাই পথ দেখিয়েছেন। নারী দের প্রতি যে লাঞ্ছনা,অবমাননা হচ্ছে, সেটা যাতে বন্ধ হয় তার জন্যই এই Twin Tower এর একটি টাওয়ার হলো নারী শক্তি এবং আরেকটি টাওয়ার হলো নারী সুরক্ষা।






Post a Comment

0 Comments