ময়না ব্লকের ভুঁইয়াখালি আই সি ডি এস সেন্টারে ময়না ব্লক কৃষি দপ্তরের আতমা প্রকল্পে উদ্যান পালন বিভাগে দুই দিবসীয় প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। এছাড়া এই বিভাগে একটি কৃষি খামার বিদ্যালয় পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি এফ এ সি ময়না ব্লকের চেয়ারম্যান নির্মল মাইতি, ময়না ব্লকের সহ কৃষি অধিকর্তা ডঃ আনন্দ শংকর সিংহ, ব্লক টেকনোলজি ম্যানেজার সুতনু ঘোষাল, এছাড়া উপস্থিত ছিলেন জেলা থেকে আগত কৃষি ও উদ্যান পালন বিভাগের আধিকারিকরা। এই প্রশিক্ষণ শিবিরে মূলত উন্নত প্রযুক্তিতে পান চাষ ও সবজি চাষ নিয়ে আলোচনা হয়। প্রশিক্ষণ শেষে কৃষক বন্ধুদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।
0 Comments