যুব সংগঠন AIDYO' র পক্ষ থেকে মেছেদা স্টেশনের স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন

 যুব সংগঠন AIDYO' র পক্ষ থেকে মেছেদা স্টেশনের স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন 


রেলের ৩.৫ লক্ষ শূন্যপদে অবিলম্বে নিয়োগ, জেনারেল কোচের সংখ্যা বাড়ানো, দুর্ঘটনা প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা , মেছেদা ষ্টেশনে পর্যাপ্ত পরিস্রুত পানীয় জল,  টয়লেট,বয়স্ক মানুষদের জন্য লিফটের দাবীতে আজ যুব সংগঠন AIDYO' র পক্ষ থেকে মেছেদা স্টেশনের স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন- সংগঠনের জেলা নেতৃত্ব  স্নেহলতা সাহু ও সঞ্জয় মান্না।

Post a Comment

0 Comments