ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাকচা আর্য সমাজের ব্যবস্থাপনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। স্বর্গীয় দোলন বর্মনের স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে থ্যালাসেমিয়া, স্বাস্থ্য পরীক্ষা ও মরণোত্তর অঙ্গদান সচেতনতা শিবির ২০২৪। স্থান বাকচা আর্য মন্দির প্রাঙ্গণ। সহযোগিতায় তমলুক ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ইউনিট। উপস্থিত ছিলেন প্রধান অতিথি প্রাক্তন প্রধান শিক্ষক পশুপতি বর্মন, বাকচা গ্রাম পঞ্চায়েত সদস্য শুকদেব বর্মন, বাকচা আর্য সমাজের সভাপতি কঙ্কন কুমার খালুয়া, সম্পাদক বিবেকানন্দ বাগ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ এবং আর্য্য সমাজের সদস্যবৃন্দ ।
0 Comments