কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে নিমতৌড়িতে জেলা শাসক দপ্তর অভিযান ও অবস্থান

সারা ভারত কিষান ও ক্ষেত মজদুর সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে আজ নিমতৌড়িতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হল। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন গ্রাম থেকে সহস্রাধিক মানুষ এই অবস্থান কর্মসূচিতে যোগদান করেন। দাবি ছিল ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপিকে আইনে পরিণত করা, বন্যার স্থায়ী সমাধান, স্মার্ট প্রিপের মিটার বাতিল এবং ১০০দিনের কাজ চালু সহ সমস্ত বকেয়া মেটানোর দাবি। দাবি ওঠে সারের কালোবাজারি বন্ধ করতে হবে এবং জেলার সমস্ত খালা নালা সংস্কার করে বন্যার স্থায়ী সমাধান করতে হবে। মূল বক্তব্য রাখেন এআইকেকেএমএসের রাজ্য সম্পাদক গোপাল বিশ্বাস, পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক, সভাপতি তথা জগদীশ সাউ এবং উৎপল প্রধান। সভার শুরুতে জেলা সভাপতি তার বক্তব্যের মধ্য দিয়ে বন্যার বিভিন্ন সমস্যা ও সমাধানের দিক তুলে ধরেন। গোপালবাবু রাজ্য এবং দেশজুড়ে কৃষক ও কৃষি জীবনের সমস্যা এবং বিভিন্ন আন্দোলন সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেন এবং আগামী ফেব্রুয়ারি মাসে কলকাতার শহীদ মিনারে লক্ষাধিক কৃষক জমায়েত হবে বলে জানান। তার জন্য এখন থেকে গ্রামে গ্রামে প্রচার এবং কৃষকদের আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্লকে ব্লকে গ্রামে গ্রামে সংগঠকদের গ্রাম কমিটি গঠন করার উদ্যোগ নেওয়ার জন্য আজকের অবস্থার মঞ্চ থেকে ঘোষণা করা হয়।উল্লেখ্য যে আজকের এই কর্মসূচিতে পান চাষী সহ জেলার বিভিন্ন বন্যা প্রতিরোধ কমিটির প্রতিনিধিবৃন্দ যোগদান করেন। জেলা সম্পাদক জগদীশ সাউ এর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল জেলা শাসককে ডেপুটেশন দেন।
0 Comments