এগরায় বিজেপির সদস্যতা সংগ্রহ অভিযানে উপস্থিত দিলীপ ঘোষ

 এগরায় বিজেপির সদস্যতা সংগ্রহ অভিযানে উপস্থিত দিলীপ ঘোষ

রাজ্যে সদ্য সমাপ্ত হয়েছে  ৬ বিধানসভার উপনির্বাচন। আর এই নির্বাচনে j পর্যদুস্থ  হয়েছে।  এই সবের মাঝেই দলীয় কর্মসূচি অংশগ্রহণ করলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এদিন এগরায় বিজেপির সদস্যতা সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুদাম পন্ডিত সহ জেলা,মন্ডলের নেতৃতরা। কর্মসূচি শেষে  সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বাবু রাজ্যের শাসকদল তৃণমূল  জাতীয়ই কর্মীসমিতির বৈঠককে তীব্র আক্রমণ করে বলেন, একটা কোম্পানি মিটিং হলো আর এটাই তো ঠিক কোম্পানির মালিকের হাতেই রাশ থাকবে। আর উনি ঠিক করবেন কোন কর্মচারী কোন দিকে যাবে।এটাই ওদের দস্তুর যত দিন দল তত দিন নিয়ম।

Post a Comment

0 Comments