একটি দোকান করাকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিল নিউ দীঘা ক্ষণিকা মার্কেট
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দোকান ভাঙচুর এবং অগ্নি সংযোগের মতন ঘটনা ঘটেছে ঘটনাচলে ব্যাপক পুলিশ বাহিনী। সেইসঙ্গে দীঘা শংকর উন্নয়ন পরিষদের কর্মীরা। ঘটনা জানা যায় নিউ দীঘা খনিকা মার্কেটে ডলি দাস মহাপাত্র স্বামীর জগদীশ দাস মহাপাত্র একটি দোকান তৈরি করছিলেন। দীর্ঘদিন ধরে এই দোকান তৈরি কে কেন্দ্র করে স্থানীয় ব্যবসা কমিটির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল সেই সঙ্গে স্থানীয় দোকানদার সন্ধ্যা রানী চন্দ্র অভিযোগ করছিলেন যে বেয়াইন ভাবে ওই দোকানদার দোকান তৈরি করছেন।। আজ সকালে যখন ডলি মহাপাত্র তার কর্মীদের নিয়ে দোকান তৈরি করছেন তখনই ব্যবসায়ী কমিটির এবং সন্ধ্যা রানী চন্দ্র উভয় মিলে এই দোকান বন্ধ করার কথা বলে তখনই দুই পক্ষের বছর বেঁধে যায় ইতিমধ্যে ক্ষণিকা মার্কেটে ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছালে পুলিশও ঘটনাস্থলে পৌঁছায় সেই সঙ্গে পুলিশের সঙ্গে ব্যবসায় কমিটির বাগ বিতন্দ্র হাতাহাতি ঠেলাঠেলি এবং দোকান ভাঙচুরের মতন ঘটনা ঘটতে শুরু করে এমনকি অগ্নিসংযোগের ঘটনা ঘটে ঘটনাস্থলে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এই মুহূর্তে কিছুটা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে।।
ব্যবসায় কমিটির অভিযোগ এখানে উত্তম বারিকের মধ্যতেই এই কাজগুলি হচ্ছে বলে ব্যবসায় কমিটির পক্ষ থেকে অভিযোগ । অপরদিকে দোকানদার জানিয়েছেন তারা নিয়মমতো কাজ করছেন।
ফের আরেকবার এই পর্যটন সহ দীঘায় বিধায় অখিল গিরি ও জেলা পরিষদের সভাপতির উত্তম বারিক এই দুই তৃণমূল দলের রবির মধ্যে প্রায়ই ঝামেলা লাগে তার বহিঃপ্রকাশ আজকে এখানে ঘটলো।
0 Comments