** নেতাজী সুভাষচন্দ্র ** দিলীপ কুমার পাত্র
** নেতাজী সুভাষচন্দ্র ** দিলীপ কুমার পাত্র
তেইশে জানুয়ারি জন্ম নিলেওড়িষার কটকে
জানকীনাথের ঘরে এলে প্রভাবতীর কোলেতে ।
পড়াশোনায় দারুন ভালো চতুর্থ আই সি এস এ
সরকারি চাকরি ছেড়ে দিলে দেশ কে ভালোবেসে।
দামান ছেলে করলে কামাল গোড়লে ফরওয়ার্ড ব্লক
দেশের প্রতি ভালোবাসা ছিল কি শুধু শখ?
ডাক দিলে দিল্লি চলো গড়লে আজাদ হিন্দ
ভারতবাসী আজও তোমায় জানায় জয় হিন্দ ।
মুক্তি সংগ্রামের ইতিহাসে এলে বাংলার বীর ছেলে
পরাধীনতার মোছাতে গ্লানি জুড়ি কোথায় মেলে?
তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো
নেতাজির বাণী আজও মাথায় তুলে সবাই নেবো।
শোষণ বৈষম্য ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ ছিল মুখে
স্বাধীনতা নাই লক্ষ্য ছিল ভারত মাতার বুকে ।
আদর্শ মূল্যবোধ নেতৃত্বে হলে ভারতবাসীর নেতা
হৃদয় আসনে রাখবো তোমায় স্বর্গ মর্ত থাকো যেথা।
1 Comments
লহ প্রণাম।
ReplyDelete