** কংসাবতী ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
ছোটনাগপুর উৎসস্থল
নামটি তার কংসাবতী
বর্ষাকালে ভরা জল
বইছে দেখ কেমন গতি।
গ্রীষ্মকালে কোথায় জল
শুকিয়ে গেছে নদীতল
বর্ষাকালে বন্যা আসে
বল না এ কোন পাপের ফল?
বর্ষা এলে ভরসা নেই
বলছে ময়নাবাসী
ব্যারেজ থেকে ছাড়লে জল
হয় বানভাসি।
কৃষি গেলো মৎস্য গেলো
ভাঙলো ঘরবাড়ি
কংসাবতী নামটি শুনলে
কান্না আসে ভারী!
ছুটছে কাঁসাই বলছে সবাই
ডাকছে যে কেলেঘাই
আমরা দুজন মিলে গিয়ে
হলদি হয়ে যাই
1 Comments
আন্তরিক ধন্যবাদ।
ReplyDelete