ভারতীয় জনতা পার্টির সদস্যতা গ্রহণ অভিযান কর্মসূচিতে উপস্থিত সাংসদ অভিজিৎ গাঙ্গুলী।
ময়না ব্লকের বাই পাসের কাছে আজ ভারতীয় জনতা পার্টির সদস্য গ্রহণ অভিযান কর্মসূচি ছিল। জানা যায় ময়না এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী রেবতী গাঁতাইতের প্রচারের ব্যানারে এই সদস্য গ্রহণ অভিযান হচ্ছে। আর এই কর্মসূচিতে যোগদান করেন তমলুক লোকসভা কেন্দ্রে সাংসদ অভিহিত গাঙ্গুলী। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা নেতৃত্ব আশিস মন্ডল, ময়নার বিজেপি নেতৃত্ব বলরাম গাঁতাইত, দেবদাস মাইতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। সাংসদ অভিজিৎ গাঙ্গুলী ময়নায় আসবার কথা জানতে পেরে বেশ কিছু মানুষ দেখা করবার জন্য পৌঁছে যান ময়নার তিন রাস্তা এলাকায়। বেশ কিছু বয়স্ক ব্যক্তিদের অভিযোগ বারবার তারা কাগজ জমা করেও বার্ধক্য ভাতার টাকা পাচ্ছে না। এবার তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ এর কাছে এই অভিযোগ দায়ের করে ময়নার বেশ কিছু বয়স্ক ব্যক্তিরা। এছাড়া সাংসদ অভিজিৎ গাঙ্গুলীর কাছে ময়নার জল নিষ্কাশন থেকে শুরু করে খাল সংস্কারের কথা তুলে ধরেন এলাকার মানুষ।
0 Comments