ময়না খবর সংগ্রহ করতে গিয়ে কাদের হাতে আক্রান্ত হলেন সাংবাদিক, বিস্তারিত শুনুন
গতকাল ছিল বুধবার। সময়টা তখন আনুমানিক বিকাল ৪ টা ৩০ হঠাৎই জানা গেল মারুতির সঙ্গে মটর বাইকের পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে ময়না বলাইপণ্ডা সড়ক রাস্তায় নতুন পুকুর এলাকায় । এই খবর পেয়ে খবর সংগ্রহের জন্য ছুটে যায় আমার ময়না নিউজের সাংবাদিক প্রশান্ত বেরা যাকে যাদব বেরা নামে সবাই চেনে। দুর্ঘটনাস্থলে সাংবাদিক পৌঁছে ছবি তোলা শুরু করতেই, একদল যুবক এসে সাংবাদিককে মারধর করে, তার মোবাইল ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পর মুহূর্তে ময়না থানার পুলিশ এসে পৌঁছালে রক্ষা পায় সাংবাদিক যাদব।এই সাংবাদিক প্রায় কুড়ি বছর ধরে ময়নার লোকাল সংবাদ সংগ্রহ করে আসছে। কিন্তু এদিনের এই ঘটনা অন্য চিত্র। তবে পুলিশ পৌঁছাতেই সাংবাদিকের উপর আক্রমণকারী যুবকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু এই সব মারমুখী যুবকরা কারা। আমরা সুত্র মারফত জানতে পেরেছি, প্রায় চার থেকে পাঁচটি বাইক প্রচন্ড গতিতে বলাইপণ্ডা থেকে ময়নার দিকে যাচ্ছিল। ময়না নতুন পুকুর এলাকায় একটি মারুতিকে ধাক্কা মেরে, ওই চার পাঁচটি বাইকের একটি বাইক। জানা যায় যে বাইকটি দুর্ঘটনার কবলে পড়েছে ওই বাইকে তিন জন যাত্রী ছিল। তাদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। আর সেই ছবি সংগ্রহ করার জন্য মোবাইলে ছবি তোলা শুরু করতেই বাকি বাইকের যুবকরা সাংবাদিকের উপর চড়াও হয়। সাংবাদিক কে প্রচন্ড মারধর করা হয় এবং তার মোবাইল ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হয়। সাংবাদিক যাদব কিন্তু আক্রান্ত অবস্থায়, তার উপর যারা আক্রমণ করেছিল তাদের ছবি তুলে রেখেছিল। আমার ময়না নিউজের পক্ষ থেকে ময়না থানার অভিযোগ দায়ের করেছে প্রশান্ত বেরা ওরফে যাদব। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত্রি 1টা নাগাদ এক বাইক আরোহীর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। নাম শুভঙ্কর মান্না। বাড়ি পশ্চিম মেদিনীপুরের নারাঙ্গাদিঘী এলাকায়।। সাংবাদিকের উপর চড়াও হয়েছিল বেশ কয়েকজন। আমরা খবর সূত্রে জানতে পেরেছি ওদের প্রত্যেকের বাড়ি পশ্চিম মেদিনীপুরে। আমরা সুত্র মারফত সেই সব ব্যক্তিদের ছবি সহ পরিচয় জানাব যারা সাংবাদিককে মারধর করেছিল।। এখন যে ছবিটি দেখছেন এর নাম সৌরভ মান্না।। বাড়ি পশ্চিম মেদিনীপুরের তিলেশ্বরী এলাকায়। ইনি আবার নাকি পশ্চিম মেদিনীপুরের একজন সিভিক পুলিশ। সিভিক হয়ে এক সাংবাদিকের উপর আক্রমণ, তাহলে নিরাপত্তা কোথায়। সাংবাদিকের কাজে বাধা দিচ্ছে সিভিক পুলিশ। এখন যে ছবিটি দেখছেন এর নাম অশোক মান্না ।বাড়ি পিংলা থানার তিলেশ্বরী এলাকায়। এখন যে ছবি দেখছেন এর নাম শুভেন্দু মান্না। এরও বাড়ি পশ্চিম মেদিনীপুর। এরা প্রত্যেকেই সাংবাদিকের উপর আক্রমণের সঙ্গে জড়িত। এছাড়া আরও কিছু ছবি আপনাদের দেখাচ্ছি। যারা প্রত্যেকে এদিন সাংবাদিকের উপর আক্রমণ করে। সাংবাদিকের পক্ষ থেকে ময়না থানায় অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনার কি উপযুক্ত শাস্তি পাবে দোষীরা। সাংবাদিকরা এখন উপযুক্ত বিচারের আশায়, অপেক্ষায়। দেখা যাক পুলিশ প্রশাসন কি এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে।
0 Comments