** মাদার টেরিজা ** দিলীপ কুমার পাত্র **

 ** মাদার টেরিজা ** দিলীপ কুমার পাত্র **

উনিশ'শ দশের ছাব্বিশে আগস্ট ভূমিষ্ঠ যুগোস্লাভিয়া তে
 জাতিতে তিনি আলবেনীয়ান জন্ম কৃষক পরিবারতে ।
সেন্ট মার্গারেট স্কুল ছেড়ে নীল সাদা শাড়ি মিশনারীজ আব চ্যারিটি গড়ে সেবাব্রতে পাড়ি।সবার পাশে সবার আগে দিন দুঃখীর মাঝে অসহায়ের সেবায় তিনি পৌঁছে যেতেন কাছে। সেবার জন্য দাতব্য কুষ্ঠ গড়লেন অনাথ আশ্রম নির্মল হৃদয় শিশুভবনেও কঠোর ছিল শ্রম। পদ্মশ্রী নোবেল ভারতরত্ন পেলেন পুরস্কার বিদেশ থেকেও কতকিছু জানাই নমস্কার।
 পাঁচই সেপ্টেম্বর নিলেন বিদায় এই ধরণী ছেড়ে মাদার হাউসের গরিমাটা নিলেন কেউ কেড়ে।
 সেবা শান্তি নিয়েই কাজ প্রেম ভক্তি রেখে
 করুণা দয়া আদর্শ হোক বিশ্ব জননী দেখে। ঈশ্বরের আশীর্বাদ ধন্য হলেন সেন্টটেরিজা
 ভাটিকানের এই দৃশ্য বিরল হয়ে রইল যা।



Post a Comment

1 Comments