আরজিকর কাণ্ডের প্রতিবাদে অবিলম্বে বিচারের দাবিতে ময়না নাগরিকদের প্রতিবাদ মিছিল ও থানায় স্মারকলিপি প্রদান

কেটে গেছে ৯০ দিন, আজও অভয়া বিচার হীন। আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ৯ আগস্ট ডাক্তার ছাত্রীর নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে আজ ময়না নাগরিকবৃন্দের পক্ষ থেকে রবিবারের বাজার থেকে ময়না থানা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল এবং থানায় একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্লোগান মুখরিত, বিভিন্ন দাবি সম্বলিত প্লাকার্ড সহযোগে মিছিল সংঘটিত হয়। অবিলম্বে অভয়ার বিচার, সিবিআই এর নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানানো হয়। কেবল সঞ্জয় রায়ের নামে যে চার্জসীট দিয়ে বাস্তবে দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়। থ্রেট কালচারের বিরুদ্ধে, নারীদের নিরাপত্তার দাবি ওঠে। এছাড়াও ময়নাতে নারী নিগ্রহ বন্ধে ব্যবস্থা গ্রহণ ও মাদক দ্রব্য প্রসার বন্ধে প্রশাসনিক ব্যবস্থা র দাবী জানানো হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ভৌমিক, প্রাক্তন ব্যঙ্ক কর্মচারী প্রশান্ত কুমার মাইতি, প্রাক্তন সরকারি কর্মচারী অমিত বেরা, মিঠুন মন্ডল, শিক্ষক সিদ্ধার্থ শংকর রায়, শিক্ষক অনুপ কুমার জানা, শিক্ষক বাবলু সাউ প্রমুখ।
0 Comments