** নবান্নের সাজ ** প্রবীর বারিক **

 ** নবান্নের সাজ ** প্রবীর বারিক **

কুজ্ঝটিকার চাদর ফেলে

সূর্য হল লাল

গ্রামে গঞ্জে সবুজ মাঠে 

নবান্নেরই কাল।


সুদৃশ্য আল হল কাটা

গোরুর গাড়ির পথ

বোঝাই করে ধানের আঁটি

চলে লক্ষীর রথ।


আদিবাসী ভাইবোনেরা

দলে দলে যায়

আপনমনে গুনগুনিয়ে

খুশিতে গান গায়।


ফসল কাটা ঝাড়াই মাড়াই 

শব্দে জুড়ায় কান

শিশির ভেজা পত্র ঘাসে

গোলা ভর্তি ধান।


কর্মমুখর গ্রামের চিত্র

স্বপ্ন দেখে চোখ

সকল গৃহ উৎসবমুখী

অন্নদেবীর যোগ।

Post a Comment

0 Comments