পানিনালা খাল এলাকার জলনিকাশী ও সংস্কারের বিষয়ে সভা

 পানিনালা খাল এলাকার জলনিকাশী ও সংস্কারের  বিষয়ে সভা 


পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-১ ব্লকের গুরুত্বপূর্ণ পানিনালা খাল সংশ্লিষ্ট এলাকার দীর্ঘদিনের জলনিকাশী সমস্যার সমাধান ও খালটি পূর্ণাঙ্গ সংস্কারের বিষয়ে আজ এলাকার ভুক্তভোগী মানুষজনদের নিয়ে পালপাড়া জোড়া কালিমন্দির প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন গ্রামের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রাম পদ দে। মূল বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। এছাড়াও বক্তব্য রাখেন পরেশ আদক, প্রদীপ জানা, উৎপল প্রধান,সূর্যেন্দু বিকাশ পাত্র প্রমুখ। 
          নারায়নবাবু তার বক্তব্যে উপরোক্ত দাবীতে সম্প্রতি পালপাড়ায় সাড়ে পাঁচ ঘন্টা পথ অবরোধ এবং ওই পরিপ্রেক্ষিতে জেলা শাসকের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আন্দোলনকে দীর্ঘস্থায়ী ও শক্তিশালী করার আহ্বান জানান।
           সভা থেকে এস ডি ও (এগরা),পটাশপুর ১ ব্লকের বি ডি ও,সেচ দপ্তরের একজিকিউটিভ ইঞ্জিনিয়ারের নিকট ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়।

Post a Comment

0 Comments