প্রত্যেক বছরের ন্যায় এ বছরও কলকাতার বাগমারিতে অনুষ্ঠিত হচ্ছে বাৎসরিক উৎসেকুল। আর আজ অনুষ্ঠিত হচ্ছে সর্বধর্ম সমন্বয়ে এক মিলন ক্ষেত্র। মুসলিম সম্প্রদায় মানুষরা মসজিদে মসজিদে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কলকাতার বাগমারির সেই অনুষ্ঠান দেখার ব্যবস্থা করেছেন। ময়না ব্লকে বিভিন্ন মসজিদে এ ধরনের অনুষ্ঠান চোখে পড়ে। তাদের মধ্যে ময়নার নৈছনপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে শ্যামপুর এবং পাঁচপুকুরিয়া এলাকার মসজিদে দশ দিনব্যাপী এই অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে প্রত্যেকদিন আহারাদির ব্যবস্থা করা হয়। মূলত এটা মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠান হলেও এখানে সকল ধর্মের মানুষের প্রবেশ রয়েছে বলে জানালেন উদ্যোক্তারা। মূলত ইসলাম ধর্মকে প্রচারের লক্ষ্যে এই ধরনের এই অনুষ্ঠান। তবে বাড়ির মহিলারা যেখানে কলকাতা যাওয়ার অসুবিধা রয়েছে, সেখানে বাড়িতে বসে এই ধরনের অনুষ্ঠানে ধর্ম কথা শোনায় খুশি এলাকার মানুষজন। এই মসজিদের ইমাম সাহেব শেখ নূর উদ্দিন হাজির নেতৃত্বে এই অনুষ্ঠান।
0 Comments