বিদায় গীতা বাড়ই বিজলী দিদিমণি।

 বিদায় গীতা বাড়ই বিজলী দিদিমণি।


 ময়না ব্লকের ময়না টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাঙ্গিসাই দক্ষিণ ময়না প্রাথমিক বিদ্যালয় এলাকার অত্যন্ত জনপ্রিয় একটি বিদ্যালয়। আজ বিদ্যালয়ের  শ্রদ্ধেয়া শিক্ষিকা মাননীয়া গীতা বাড়ই বিজলী মহাশয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল। শুধু দিদি মনির বিদায় সংবর্ধনা নয় বিদ্যালয়ের ২০২৪ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। আজ সকাল ৯ঃ০০ টায়  বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হলে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকাগণ কান্নায় ভেঙে পড়েন। শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী থেকে করে জনপ্রতিনিধিগণ আবেগি বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক, ময়না টু গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা দোলাই, বুদ্ধদেব পড়া, শিক্ষা রত্ন অজিত কুমার মাইতি, শিক্ষারত্ন অনুপ কুমার ভৌমিক, শিক্ষক ও সমাজসেবী শুভম ঘোড়াই, বিদ্যালয়ের প্রধান শিক্ষক  নির্মল কুমার বেরা, সহকারী শিক্ষক কৃষ্ণ প্রসাদ করন, সিদ্ধার্থ শংকর রায়, দ্বীপায়ন মান্না, সহকারি শিক্ষিকা  প্রতিমা মন্ডল দাস, শ্রাবণী মাইতি, শেফালী সামন্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Post a Comment

0 Comments