আবাস তালিকায় প্রকৃতদের নাম রাখা, জলনিকাশি সংস্কারের দাবিতে নন্দকুমার বিডিওর কাছে এসইউসিআই (কমিউনিস্ট) দলের ডেপুটেশন
প্রকৃত গরিব মানুষদের আবাস তালিকায় নাম রাখা, ব্লকের জলনিকাশি রাস্তাঘাট সংস্কার, মূল্যবৃদ্ধি, স্মার্ট মিটার প্রতিরোধ, পুরষাঘাটে কংসাবতী নদীর উপর পাকা ব্রিজ নির্মাণ সহ কয়েক দফা দাবিতে এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে আজ নন্দকুমার বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হয়। জয়েন্ট বি ডি ও সেক আসলাম ডেপুটেশন গ্রহণ করেন। দাবিগুলি নিয়ে তিনি বিস্তারিত বলেন এবং পূরণ করার আশ্বাস দেন।
দলের পক্ষ থেকে নন্দকুমার বাজারে দাবিগুলির সমর্থনে প্রচার মিছিল করা হয়। বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য অনুপ মাইতি ও বাসুদের দাস, শিক্ষক তপন জানা, সমীর করণ প্রমুখ।
0 Comments