ময়না ব্লক তৃণমূলের বিজয় মিছিল।

 ময়না ব্লক তৃণমূলের বিজয় মিছিল।


 গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে ময়না বিধানসভায় তৃণমূলের পরাজয়। সম্প্রতি এলডিবি নির্বাচনে এবং কন্টাই কো-অপারেটিভ নির্বাচনে তৃণমূলের জয় লাভের জন্য ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ময়নায় তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল অনুষ্ঠিত হল। গতকাল বিকালে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিলে উপস্থিত ছিলেন ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপব্রত দাস, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহাজান আলী, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস, তৃণমূলের মহিলা নেত্রী স্বরস্বতী বাইচার, কিষান মোর্চার নেতৃত্ব বিবেকানন্দ সাহু  সহ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত  সমিতির সদস্য সদস্যাগণ, কর্মাধ্যক্ষগণ,  অঞ্চল ও বুথ স্তরের নেতৃত্বগণ, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান থেকে শুরু করে জনপ্রতিনিধিগণ। এই মিছিলে উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসের ময়না ব্লকের সভাপতি সন্দীপব্রত দাস বলেন পূর্ব মেদিনীপুর থেকে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাজাহান আলী বলেন বিজেপির ধস নেমে গেছে। ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা শিশির অধিকারীর মন্তব্যের প্রতিক্রিয়া দিয়ে বলেন বিজেপি পূর্ব মেদিনীপুর থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।

Post a Comment

0 Comments