কাঁথিতে শ্রীরামপুর ভক্ত সেবাশ্রমে রাতের অন্ধকারে মন্দিরে চুরি।

 কাঁথিতে শ্রীরামপুর ভক্ত সেবাশ্রমে রাতের অন্ধকারে মন্দিরে চুরি।


পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এক নম্বর ব্লকের রাইপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শ্রীরামপুর গ্রামে,  শ্রীরামপুর ভক্ত সেবাশ্রমে   রাতে মন্দিরের সেবায়েত না থাকার ফলে প্রতিমা সহ, প্রণামী বাক্স, সোনা রুপোর অলংকার, বাসনপত্র, একাধিক জিনিসপত্র কে বা কারা চুরি করে নিয়ে পালায়। এই নিয়ে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। একের পর এক পূর্ব মেদনীপুর জেলার হিন্দুদের ধর্মীয় স্থানে এবং মন্দিরগুলিতে চুরি হওয়ায় সাধারণ মানুষ উদ্বিগ্ন,, তবে কাঁথির এই ঘটনার পরে পুলিশকে খবর দিলে কাঁথি থানার পুলিশ এসে সরজমিনে খতিয়ে দেখে তদন্তে নেমেছে তবে এখনো পর্যন্ত কাশি থানার পুলিশ কাউকে সন্দেহ বা গ্রেফতার করেনি।

Post a Comment

0 Comments