** জ্ঞানের সাগর ** দিলীপ কুমার পাত্র
এই সাগরে মাছও নেই
নেইতো নোনা জল
দামোদর নদ কেমন করে
পেরিয়েছিলেন বল?
মাতৃভক্তির টানে তিনি
করলেন এমন কাজও
তাই তো তিনি স্মরণীয়
হৃদমাঝারে আজও !
কার সাহেবের বদলা নিতে
উঠল সাগর মেতে।
এমন সাগর দেখি তিনি
গেলেন ভীষণ ক্ষেপে।
কেমন সাগর খুঁজছো তুমি
এসো আমার সাথে
দয়া জ্ঞান করুণা আছে
প্রমাণ হাতে নাতে।
বর্ণপরিচয় বোধোদয়
গ্রন্থেরও পারাবর
বিধবাদের মোছাতে অশ্রু
গর্জায় কন্ঠস্বর।
নারী শিক্ষার প্রসারেও
উঠল তরঙ্গ সাগরে
এমন সমাজ সংস্কারক কে
নিয়ে কিছু ভাবোরে।
এই সাগরের আজও আমি
পেলাম না তো তল
এমন সাগর দেখতে গেলে
বীরসিংহে চল।
1 Comments
বিনম্র শ্রদ্ধা জানাই।
ReplyDelete