** বাজি বাজার ** দিলীপ কুমার পাত্র ( বৃক্ষপ্রেমী)
আতসবাজি
শব্দবাজি
আছে বাজি কত
খেলায় বাজি
জীবন বাজি
দেখি শত শত।
রংবাজি
দলবাজি
করে অলি গলিতে
চালবাজি
ফক্কড়বাজি
দেখি পথ চলিতে।
ফন্দীবাজি
ফাঁকিবাজি
তাতেও হাজার হাজার
দাঙ্গাবাজি
দাঁড়িবাজি
ছেয়ে গেছে বাজার।
ধান্দাবাজি
ধাপ্পাবাজি
দিয়ে যাবে শেষে
তোলাবাজি
চিটিংবাজি
আজ সারা দেশে!
কোন বাজি
বন্ধ আজই
চিন্তা করো বসে
বলছে মাঝি
বলছে পাজি
পড়বে না কি রোষে?
1 Comments
ধন্যবাদ।
ReplyDelete