ময়নায় চংরা ডাকঘরের শুভ উদ্বোধন

 ময়নায় চংরা ডাকঘরের শুভ উদ্বোধন


 ময়না ব্লকের অন্তর্গত চংরা গ্রামে অবস্থিত চংরা ডাকঘরের শুভ উদ্বোধন করলেন ময়না রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র। চংরা এলাকার মানুষের অনেক দিনের দাবি ছিল এই ডাকঘরের। চংরা পল্লী সেবা সমিতির  সহযোগিতায় এবং ভূমি দানে অবশেষে এলাকার এই চাহিদার আশা পূরণ হল। চংরা পল্লী সেবা সমিতির আয়োজনে এই উদ্বোধন অনুষ্ঠান সুসম্পন্ন হল। ফিতে কেটে চংরা ডাকঘরের শুভ উদ্বোধন করলেন ময়নার রাজপরিবারের সদস্য সিদ্ধার্থ  বাহুবলিন্দ্র। গ্রামবাসীদের সহযোগিতা এবং পল্লী সেবা সমিতির প্রচেষ্টায় এই ডাকঘর উদ্বোধন হল।


 সমিতির এক সদস্য জানালেন  চংরা ডাকঘরে সমস্ত রকম পরিষেবা পাওয়া যাবে । চিঠি আদান-প্রদান থেকে শুরু করে সঞ্চয় প্রকল্পের সমস্ত ধরনের পরিষেবা এই ডাকঘর থেকে পাওয়া যাবে। এছাড়া আগামী দিনে আধার আপডেটের কাজ হবে বলে জানালেন ক্লাব সদস্য। উদ্বোধক সিদ্ধার্থ বাহুবলিন্দ্র  ছাড়াও উপস্থিত ছিলেন ব্রাঞ্চের পোস্ট মাস্টার গোপাল চন্দ্র বেরা, অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার সামিউল মুন্সী , ধানক্ষেত পত্রিকার সম্পাদক ফনিভূষণ  পাত্র  সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা।  গ্রামের ভিতরে এই ধরনের ডাকঘর তৈরি হওয়ায় খুশি ক্লাব সদস্য থেকে গ্রামবাসী।

Post a Comment

0 Comments