অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ এর বিশেষ অনুষ্ঠান।
পূর্ব মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে কাঁথি শহরে অনুষ্ঠিত হল সাংবাদিক সম্পর্ক অভিযান। উপস্থিত ছিলেন সন্মানীয় সভাপতি অমিতাভ মন্ডল। উপস্থিত ছিলেন জেলার কার্য কর্তা সন্মানীয় সুব্রত মন্ডল, তাপস প্রধান, শক্তি পদ চ্যাটার্জী ও নীলাঞ্জনা মাইতি প্রমূখ। দেশব্যাপী এই অরাজনৈতিক সংঘের সদস্য হয়েছেন তের লক্ষ । দেশব্যাপী উন্নত ও সমৃদ্ধ, সুস্থ সমাজ ও রাষ্ট্র গঠনে এবং শিক্ষা ও সেবামূলক ইতিবাচক আন্দোলনে ব্রতী হয়েছেন এই সংগঠন। রাষ্ট্রের হিতে শিক্ষা, শিক্ষার হিতে শিক্ষক, শিক্ষকের হিতে সমাজ এই নীতি কে আত্মস্থ করে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছেন এই সংগঠন টি।
0 Comments