কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশমত রাজ্য সরকার বর্তমানে ওই প্ল্যানে যে কাজ করতে চায়, সে সম্পর্কে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশের দাবী

 কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশমত 
 রাজ্য সরকার বর্তমানে ওই প্ল্যানে যে কাজ করতে চায়, সে সম্পর্কে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশের দাবী 


  অবিলম্বে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত রাজ্য সরকার বর্তমানে ওই প্ল্যানে যে কাজ করতে চায়,সে সম্পর্কে শ্বেতপত্র প্রকাশের দাবীতে আমরা রাজ্যের মূখ্যমন্ত্রী ও সেচমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছিলাম। গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে ওই নির্দেশ দিয়েছে রাজ্যের সেচ দপ্তরের প্রধান সচিবকে। এ প্রসঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, আমরা চাই-পূর্ণাঙ্গ মাস্টার প্লানে কি কাজের কথা ধরা রয়েছে এবং তা কোন বছরে কি কি কাজ রাজ্য সরকার কিভাবে রূপায়িত করবে,তা অবিলম্বে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরুক। এছাড়াও আগামী বর্ষার পূর্বেই শীলাবতী নদী সংলগ্ন এলাকায় নদী সংস্কারের কাজ শুরু হোক।


Post a Comment

0 Comments