তাম্রলিপ্ত পৌরসভার আয়োজনে উদযাপন করা হলো জাতীয় যুব দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 তাম্রলিপ্ত পৌরসভার আয়োজনে উদযাপন করা হলো জাতীয় যুব দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


রবিবার স্বামী বিবেকানন্দের ১৬৩ তম আবির্ভাব দিবস রাজ্যজুড়ে পালিত হচ্ছে। এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবেও পালন করা হয়। এই উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ইতিহাস বিজড়িত তাম্রলিপ্ত পৌরসভার আয়োজনে  স্বামী বিবেকানন্দের ১৬৩ তম আবির্ভাব দিবসে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান ও নানান সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তমলুকের বর্গভীমা মায়ের মন্দিরের সামনে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়। এরপর তাম্রলিপ্ত পৌরসভায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ রায় সহ একাধিক কাউন্সিলর ও পৌরসভার কর্মীরা। এদিন ছাত্র-ছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা ও প্রবন্ধ লেখা প্রতিযোগিতার আয়োজন ও করা হয়।

Post a Comment

0 Comments