এগরায় এক প্রতিবন্ধী ১৩ বছরের নাবালিকাকে শ্রীলতাহানি ও কু প্রস্তাবের অভিযোগে ৭১ বছরের এক পৌঢ় কে গ্রেপ্তার করলো পুলিশ।
পূর্ব মেদিনীপুর এগরায় এক প্রতিবন্ধী নাবালিকা কে শ্রীলতাহানি ও কু প্রস্তাব দেওয়ার অভিযোগে এগরা থানার পুলিশ রাতেই গ্রেপ্তার করলো এক পৌঢ় কে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।ঘটনাটি ঘটেছে এগরা এলাকার একটি গ্রামে।রাতেই প্রতিবন্ধী নাবালিকার মা এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।পরিবারের তরফে জানা যায় প্রতিবন্ধী মেয়ে বিকেলের দিকে বাড়ির বারান্দায় বসে খেলছিলো।আমরা বাড়ির মধ্য ছিলাম।১৩ বছরের প্রতিবন্ধী মেয়ে কথা বলতে পারে না।চিৎকার করতেই আমরা ছুটে আসি।দেখি ওই পৌঢ় ছুটে পালাচ্ছে।মেয়ের জামা কাপড় সমস্ত ছিঁড়ে ফাল ফাল।আকার ইঙ্গিতে সমস্ত বলে।স্থানীয়রা চিৎকারে দৌড়ে আসেন।পৌঢ় কে আটকে রেখে এগরা থানায় খবর দেওয়া হয়।পুলিশ এসে পৌঢ় কে গ্রেপ্তার করে।থানায় লিখিত অভিযোগ জানিয়েছি।পুলিশ জানাচ্ছে অভিযোগের ভিত্তিতে পৌঢ় কে গ্রেপ্তার করে তদন্ত শুরু হয়েছে।
0 Comments