** গর্বে ভরে বুক ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
কত রকম গাছ-গাছালির
মাঝে মোরা থাকি
নানা রঙের পাখপাখালি
করে ডাকাডাকি ।
তালে তালে ডাকে তারা
ডালে ডালে নাচে
গাঁয়ের লোক তাদের দেখে
খুশিতে বেশ বাঁচে ।
মিলেমিশে থাকে সবে
ঘরে ঘরে সুখ
এই গাঁয়েতে করে বাস
গর্বে ভরে বুক।
0 Comments