মাতঙ্গিনী গভমেন্ট নার্সিং কলেজে অনুষ্ঠিত হলো ল্যাম্প লাইটিং সেরোমনি

 মাতঙ্গিনী গভমেন্ট নার্সিং কলেজে অনুষ্ঠিত হলো ল্যাম্প লাইটিং সেরোমনি


দ্যা লেডি উইথ দ্যা ল্যাম্প” কথাটির সঙ্গে অনেকেই পরিচিত। পৃথিবীর প্রথম সেবিকা ফ্লোরেন্স নাইটিঙ্গেল হলেন “দ্যা লেডি উইথ দ্যা ল্যাম্প”। তার দেখানোপথেই মানুষের সেবায় নিয়োজিত হওয়ার শিক্ষা গ্রহণের প্রথম দিনই অঙ্গীকারবদ্ধ হয় নবাগত সেবিকারা। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ছবির কাছে দাঁড়িয়ে জ্বলন্ত মোমবাতিকে হাতে নিয়ে মানুষের সেবার শপথ গ্রহণ করে অঙ্গীকারবদ্ধ হয় সেবিকা হওয়ার দুচোখে স্বপ্ন নিয়ে সদ্য নার্সিং কলেজে ভরতি হওয়া ছাত্রীরা। নার্সিং এর প্রশিক্ষণের প্রথম দিনেই এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করার শপথ গ্রহণ করল মাতঙ্গিনী গভমেন্ট নার্সিং কলেজে নবাগত সেবিকারা। শুক্রবার  কলেজে ল্যাম্প লাইটিং অনুষ্ঠিত হয়। যেখানে এই বছর ভরতি হওয়া ছাত্রীরা হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে শপথ গ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়, তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রিন্সিপাল শর্মিলা মল্লিক, মাতঙ্গিনী গভমেন্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল ও শিক্ষিকারা।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা নানান বক্তব্যের মাধ্যমে নবাগত নার্সিং কলেজের ছাত্রীদের উদ্বুদ্ধ করেন।  কলেজের ছাত্রীরা একটি নাটক উপস্থাপন করেন অনুষ্ঠান মঞ্চে।

Post a Comment

0 Comments