ডেবরা ব্লকের জলনিকাশী ও স্থায়ী বন্যা প্রতিরোধের বিভিন্ন দাবীতে সেচ দপ্তরের লছমাপুর সাব্ ডিভিশনের এস ডি ও'র নিকট ডেপুটেশন ও স্মারকলিপি পেশ

 ডেবরা ব্লকের জলনিকাশী ও স্থায়ী বন্যা প্রতিরোধের বিভিন্ন দাবীতে সেচ দপ্তরের লছমাপুর সাব্ ডিভিশনের এস ডি ও'র নিকট ডেপুটেশন ও স্মারকলিপি পেশ 


 ডেবরা ব্লকের জগন্নাথপুর এসকেপ(ঝাপা)স্থায়ীভাবে বাঁধার ব্যবস্থা,মাছভান্ডার খালের অবশিষ্টাংশ সংস্কার,মুগদাড়ী ও ক্ষীরাই খাল সংস্কার,ভসড়া খালে চক্রীপানে আরো ৪ টি স্লুইস গেট নির্মাণ ও জ্যোতিসবে ১০ ভেন্ট স্লুইশের পাশে আরো ১০টি গেট নির্মাণ সহ ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত ডেবরা ব্লকের অধীনস্থ ৯ দফা দাবীতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটির ডেবরা ব্লক শাখার উদ্যোগে আজ মেদিনীপুরে লছমাপুর ইরিগেশন সাব্ ডিভিশনের এস ডি ও 'র নিকট ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হয়। প্রতিনিধিদলে ছিলেন,কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও কমিটির ডেবরা ব্লক শাখার পক্ষে ভীম চন্দ্র মান্না,গোবিন্দ চরন বেরা,দীপঙ্কর মাইতি,অরুণ ঘোড়াই প্রমুখ। 
            নারায়নবাবু জানান, এসডিও ইরিগেশন প্রতিনিধিদলকে জানিয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম দফায় যে কাজগুলি হবে,তার মধ্যে ডেবরা ব্লকের কোন কাজ ধরা নেই। আমাদের উত্থাপিত দাবীগুলি নিয়ে দ্রুত সরজেমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

0 Comments