মেদিনীপুরের কোতোয়ালি মহিলা থানায় গণ আন্দোলনের চার ছাত্রীর ওপর অত্যাচারের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি দক্ষিণ-পূর্ব রেলওয়ের যাত্রীদের কাছে পৌঁছে দিল AIDSO কর্মীরা

 মেদিনীপুরের কোতোয়ালি মহিলা থানায় গণ আন্দোলনের চার ছাত্রীর ওপর অত্যাচারের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি দক্ষিণ-পূর্ব রেলওয়ের যাত্রীদের কাছে পৌঁছে দিল AIDSO কর্মীরা

  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্রছাত্রীদের উপর দিয়ে শিক্ষামন্ত্রীর কনভয়ের গাড়ি চালিয়ে দেওয়ার মতো বর্বরোচিত ঘটনার প্রতিবাদে ৩ মার্চ সারা বাংলা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল ছাত্র সংগঠন AIDSO। মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে পিকেটিং শুরু করার আগেই সশস্ত্র পুলিশ বাহিনী টেনে হিঁচড়ে ছাত্রছাত্রী কর্মীদের উপর আক্রমণ নামিয়ে আনে। শুধু তাই নয়, মেদিনীপুরের কোতোয়ালি মহিলা থানায় চার ছাত্রীকে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার করা হয়। গায়ে গরম মোম দিয়ে, একজন মানুষের উপর পাঁচ জন চড়াও হয়ে, চুলের মুঠি ধরে শূন্যে ঝুলিয়ে দিয়ে , বুকে পেটে পিঠে পায়ে বেতের আঘাত দিয়ে, কোমরের চামড়ার বেল্ট খুলে মেরে, বুট পরা পায়ের লাথির আঘাতে মুখগহ্বর দিয়ে রক্ত গড়িয়ে পড়লে সেই রক্তের সাথে জল মিশিয়ে খাইয়ে নির্মম ভাবে অত্যাচার নামিয়ে আনা হয় তাদের উপর। এমনকি থানার মধ্যে মেরে পুঁতে দেওয়ার মতো হুমকিও শোনা যায় ।  
সংগঠনের জেলা সম্পাদিকা নিরুপমা বক্সী বলেন,  "মেদিনীপুরের কোতোয়ালি মহিলা থানায় চার ছাত্রীর উপর এই নৃশংসতার প্রতিবাদে ন্যায়বিচারের দাবিতে মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই চার ছাত্রীর লেখা চিঠি রাজ্যজুড়ে সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে।  জেলার পক্ষ থেকে সাউথ দক্ষিন পূর্ব রেলওয়ের প্রায় দশ হাজার ট্রেন যাত্রীদের কাছে আজ খোলা চিঠি পৌঁছে দেওয়া হয়েছে ।"


Post a Comment

0 Comments