এ আই ইউ টি ইউ সি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি এন্ড হেল্পারস ইউনিয়ন এর পক্ষ থেকে ১০ দফা দাবিতে আজ পূর্ব মেদিনীপুর জেলা নারী ও শিশু কল্যাণ দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। পোষণ ট্রেকার অ্যাপসে কর্মী এবং সহায়িকাদের নাম অন্তর্ভুক্ত করে তাদের রান্না করা খাবারের ব্যবস্থা করা, বেতন বৃদ্ধি, নিজস্ব ঘর নির্মাণ অথবা ভাড়া বাড়ানো সহ বিভিন্ন দাবিতে মিছিল করে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনে নেতৃত্ব দেন জেলা যুগ্ম সম্পাদিকা পূর্ণিমা দণ্ডপাট, সুতপা দোলাই। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন এআইইউটিইউসির পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য জ্ঞানানন্দ রায়, ইউনিয়নের অন্যতম নেত্রী আরতি সিংহ। আগামী ২০মে শ্রমিকদের বিভিন্ন দাবি যাওয়া নিয়ে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে সাধারণ ধর্মঘট। এই ধর্মঘটে ইউনিয়নের কর্মীরা সামিল হবেন এবং সকল সাধারণ মানুষকেও কেন্দ্রীয় সরকারের কালার চারটি সম কোড বাতিলের দাবিতে, বেকারদের কাজ, স্থায়ী পদে অস্থায়ী নিয়োগ বন্ধের দাবিতে সাধারণ ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানানো হয়।
0 Comments