তমলুক টাউন কো-অপারটিভ ক্রেডিট সোসাইটির ভোটে সকালে ভোট শুরু হওয়ার পর বিজেপি -তৃনমূল নেতাদের মধ্যে ধ্বস্তাধস্তি

 তমলুক টাউন কো-অপারটিভ ক্রেডিট সোসাইটির ভোটে সকালে ভোট শুরু হওয়ার পর  বিজেপি -তৃনমূল নেতাদের মধ্যে ধ্বস্তাধস্তি


তমলুক টাউন কো-অপারটিভ ক্রেডিট সোসাইটির ভোটে সকালে ভোট শুরু হওয়ার পর  বিজেপি -তৃনমূল নেতাদের মধ্যে ধ্বস্তাধস্তি, হাতাহাতির পর, দিনভর চলে উত্তেজনা। তবে এই সমবায় সোসাইটির ভোটকে কেন্দ্র করে তৃণমূলের প্রার্থীপদ নিয়ে আগেই প্রকাশ্যে আসে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। তমলুক শহর তৃণমূল সভাপতি চঞ্চল খাঁড়া বনাম ১৬নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবশ্রী মাইতির দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। দেবশ্রীর মনোনিত প্রার্থী  তমলুক শহর তৃণমূলের সাধারণ সম্পাদক   চন্দন ঘোড়াইকে প্রার্থী না করে অন্য একজনকে প্রার্থী করা হয় তৃণমূলের অফসিয়াল প্যানেল। আর তা নিয়ে সমাজমাধ্যমে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছিল দেবশ্রী। চন্দনকে অফিসিয়াল প্যানেলে প্রার্থী না করায় বিক্ষুব্ধ নির্দল হিসেবে প্রতিন্দ্বন্দ্বিতা করে। ভোটের ফলপ্রকাশের পর দেখা যায় চন্দন ঘোড়ই জয়লাভ করেছে। আর চন্দনের জয়ের পর চঞ্চলের ওপর ক্ষোভ উগরে দেন দেবশ্রী। এমনকি তমলুকের শহর তৃণমূল সভাপতি চঞ্চল খাঁড়ার বিরুদ্ধে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ করেছে দেবশ্রী। পালটা চঞ্চল খাঁড়ার দাবি, কে একজন জিতেছে সেটা বড় কথা নয়। কিন্তু আজকের পর পরিষ্কার হয়ে গেলো তমলুকে কারা দলবিরোধী কাজের সঙ্গে যুক্ত। আগামী দিনে আমাদের ঝাড়াই বাছাই করতে সুবিধা হবে। আর এই ই্যসুতে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের খোঁচা দিয়েছে বিজেপি।

Post a Comment

0 Comments