ময়নার নৈছনপুর ২ অঞ্চলে তৃণমূল- বিজেপির যৌথ উদ্যোগে খাল সংস্কার

 ময়নার নৈছনপুর ২ অঞ্চলে তৃণমূল- বিজেপির যৌথ উদ্যোগে খাল সংস্কার


ময়না ব্লকের নৈছনপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার  গিরিধারী খাল সংস্কার শুরু হল। ময়না ব্লক প্রশাসন ও ময়না পঞ্চায়েত সমিতির উদ্যোগে নৈছনপুর ২ গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় গিরিধারী খালের সংস্কার কার্যের এমন প্রয়াস। এমন প্রয়াসে আনন্দিত এলাকাবাসী।
 হতে পারে রাজনৈতিক মতাদর্শ আলাদা | কিন্তু ময়নার উন্নয়নে তৃণমূল বিজেপির জনপ্রতিনিধিগণ এক। ময়নার বিভিন্ন জায়গায় খাল সংস্কারের ক্ষেত্রে এমন চিত্র ধরা পড়ল।  এই গিরিধারী  খাল সংস্কারের ফলে  নৈছনপুর ২ গ্রাম পঞ্চায়েত সহ বহু এলাকার মানুষ উপকৃত হবেন। খাল সংস্কারের কাজ পরিদর্শনে আসেন ময়না পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রনজিৎ বল, বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা, নৈছনপুর ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাষচন্দ্র মান্না, গ্রাম পঞ্চায়েত সদস্য বুদ্ধদেব প্রামানিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এই খাল সংস্কার হলে  বহু মানুষ জল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।

Post a Comment

0 Comments