নজরুল জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান ও মেডিকেল ক্যাম্প

 নজরুল জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান ও মেডিকেল ক্যাম্প 


ডাঃ নরমান বেথুন মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে নজরুল জয়ন্তী পালিত হলো মেছাদাস্থিত ট্রাস্ট ভবনে। কবির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ট্রাষ্টের সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া ,ট্রাস্ট এর সদস্য ডাঃ বিজ্ঞান বেরা, মেডিকেল সার্ভিস সেন্টার এর সম্পাদক ডাঃ ভবানী শংকর দাস প্রমূখ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মদিনে তাঁর লেখা দেশাত্মবোধক কবিতা গান প্রবন্ধ এবং তাঁর অসামান্য তেজোদীপ্ত জীবন সংগ্রামের কাহিনী আলোচিত হয়। বক্তারা বর্তমান সময়ে নজরুল চর্চার প্রাসঙ্গিকতার বিভিন্ন দিক তুলে ধরেন। ট্রাস্টের পক্ষ থেকে জানুবসান একতা সংঘের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে উক্ত চিকিৎসকগণ বিনামূল্যে চক্ষু দন্ত শিশু জেনারেল এবং মেডিসিন বিভাগের প্রায় ২০০ রুগীর চিকিৎসা করেন । এঁদের সঙ্গে যোগ দেন মেডিসিন চিকিৎসক ডাঃ সেক মেহতাব আলী ,দন্ত চিকিৎসক ডাঃ রিজাবুল হোসেন এবং ডাঃ মহিমা খান।


Post a Comment

0 Comments