তীব্র গরমে স্বস্তির হাওয়া, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ট্রাফিক কর্মীদের সরঞ্জাম বিতরণ

তমলুক: তীব্র গরমের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে কর্তব্য পালন করা ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের জন্য স্বস্তির ব্যবস্থা করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। বুধবার সকালে তমলুকের হাসপাতাল মোড়ে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য ট্রাফিক কর্মীদের হাতে সোলার টুপি, সানগ্লাস, ছাতা সহ একাধিক সরঞ্জাম তুলে দেন।
এই কর্মসূচিতে পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নিখিল আগারওয়াল, হলদিয়া ট্রাফিক বিভাগের শ্যামলবাবু, তমলুক থানার আইসি সুভাষ চন্দ্র ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা।
এদিন শুধুমাত্র তমলুক নয়, নিমতৌড়ি, নন্দকুমার এবং হলদিয়ার সিটি সেন্টার এলাকাতেও ট্রাফিক পুলিশদের হাতে সরঞ্জাম তুলে দেওয়া হয়।
জেলা পুলিশ সুপার জানান, “তীব্র গরমে রাস্তায় ডিউটি করতে গিয়ে আমাদের ট্রাফিক পুলিশ ও সিভিক কর্মীরা প্রচণ্ড কষ্ট পান। তাঁদের কিছুটা স্বস্তি দিতেই এই উদ্যোগ। আগামী দিনে জেলার বিভিন্ন থানা এলাকায়ও এইরকম সরঞ্জাম বিতরণ করা হবে।”
এই উদ্যোগে খুশি ট্রাফিক কর্মীরাও। গরমের মধ্যে কাজের চাপ সামলে এই সরঞ্জাম তাঁদের কাজকে আরও সহজ করবে বলে মত তাঁদের।
0 Comments